উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুর জেলার পঞ্চায়েত নির্বাচনের শেষ ফলাফল

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এবার উত্তর দিনাজপুর জেলায় ফুটে গেল পদ্ম ফুল। যদিও তা সামান্য হলেও বেশ কিছু আসননে জয়ী হয়েছে বিজেপি। শুধু তাই নয় বেশ কিছু গ্রাম পঞ্চায়েত, শাসক দল তৃনমূল কংগ্রেসের হাত ছিনিয়ে নিয়ে দখল করেছে বিজেপি। যাই হোক এবারের পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায় ভালোই ফল করেছে বিজেপি। এবারে উত্তর দিনাজপুর জেলায় তৃনমূলের রাজ্য সম্পাদক তথা প্রাক্তন জেলা সভাপতি কালিয়াগঞ্জ থেকে ১৮ নম্বর জেলা পরিষদের আসন থেকে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সেখানেও বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকারের কাছে পরাজিত হন বলে জানা গেছে। 

এবার দেখে নেওয়া যাক উত্তর দিনাজপুর জেলার পঞ্চায়েত নির্বাচনের লাস্ট আপডেট

উত্তর দিনাজপুর জেলার ৯৮ গ্রাম পঞ্চায়েত, মোট আসন ১৬৪৯ টি

তৃণমূল ৮৬০ টি,
বিজেপি ৩৬৭ টি,
সিপিএম ৯৬ টি, 
সিপিআই ৩ টি, 
ফরওয়ার্ড ব্লক ৪৪ টি,  
আরএসপি ৩ টি
কংগ্রেস ১৪৭ টি, 
নির্দল ৭৭ টি,
এস.ইউ.সি.আই- ১ টি
পেন্ডিং- ৫১ টি
 
পঞ্চাইত সমিতি ৯টি, আসন ২৮৭ টি,,          

তৃণমূল - ১৯১ টি
বিজেপি - ৫০টি
সিপিএম - ১০টি
ফরওয়ার্ড ব্লক - ৬ টি
নির্দল - ১৫টি
কংগ্রেস - ৭টি

জেলা পরিষদের ২৬ টি আসনের মধ্যে 
তৃনমূল- ২৪ টি,
বিজেপি- ১ 
ফরয়ার্ড ব্লক- ১ টি

জেলা পরিষদে একটিও আসনে জয়ী হতে পারেনি কংগ্রেস।